ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ঢাকা: চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিনজন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। বাংলাদেশের এই দূতাবাসগুলো হলো-মস্কো, ওয়াশিংটন ডিসি ও আবুধাবি।

সোমবার  (২১ অক্টোবর)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

যাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে তারা হলেন- মস্কোতে কামরুল হাসান, ওয়াশিংটন ডিসিতে মোহাম্মদ ইমরান এবং আবুধাবিতে মো. আবু জাফর।

প্রজ্ঞাপনে বলা হয়, ওই কর্মকর্তাদের সঙ্গে সরকারের চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা,  অক্টোবর, ২১,  ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।