ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ৯ মাসে ৫৬৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৪

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
খুলনায় ৯ মাসে ৫৬৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৪ সম্প্রতি রূপসা সেতুতে ঘটে যাওয়া দুর্ঘটনা

খুলনা: চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৬৮টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৫১৪ জন।

আহত হন ৫৬১ জন।

সরকারি সংস্থা বিআরটিএর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান মতে, এ সময়ে বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরে। এ জেলায় ১২০টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ১০৭ জন এবং আহত হন ১১৬ জন।  

খুলনা: খুলনা জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ৩ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ৪ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত ৩ এবং আহত ৫ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত ৫ ও আহত ২ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ১টি। এতে একজনের মৃত্যু হয় এবং আহত হননি কেউ। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ৬ জন। জুলাই মাসে দুটি দুর্ঘটনায় নিহত হন ২ জন এবং আহত হন ১ জন। আগস্ট মাসে কোনো দুর্ঘটনা ঘটেনি। সেপ্টেম্বরের দুটি দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৩ জন।

বাগেরহাট: বাগেরহাট জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৯টি। এতে নিহত হন ৭ জন এবং আহত হন ১৪ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৭টি। এতে নিহত হন ৭ জন এবং আহত হন ৬ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ২৭ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ১৬টি। এতে নিহত হন ১৩ জন এবং আহত হন ২১ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৮টি। এতে নিহত হন ৭ জন এবং আহত হন ৮ জন। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ৭টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ৫ জন। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৭ জন এবং আহত হন ১৫ জন। আগস্ট মাসের ৩টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫ জন এবং আহত নেই। সেপ্টেম্বরে ৫টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ১ জন।

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৫ জন এবং আহত হন ৬ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৭টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ৬ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ২ জন। এপ্রিলের ৪টি দুর্ঘটনায় নিহত হন ৪ জন এবং আহত হন ১ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৭টি। এতে নিহত হন ৮ জন এবং আহত হন ১৪ জন। জুন মাসে ৫টি দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা ৫ ও আহতের সংখ্যা ১১ জন। জুলাইয়ের দুর্ঘটনা ঘটে ২টি। এতে নিহত হন ২ জন এবং আহত হননি কেউ। আগস্ট মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ১১ জন। সেপ্টেম্বর কোনো দুর্ঘটনা ঘটেনি।

যশোর:  যশোর জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ১০টি। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ৭ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ১৩টি। এতে নিহত হন ১০ জন এবং আহত হন ১৬ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ১৮টি। এতে নিহত হন ১৫ জন এবং আহত হন ১৫ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ১৯টি। এতে নিহত হন ১৬ জন এবং আহত হন ১০ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ১৫টি। এতে নিহত হন ১৫ জন এবং আহত হন ১৫ জন। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ১১টি। এতে নিহত হন ১২ জন এবং আহত হন ১১ জন। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা ১২টি। এতে নিহত হন ১০ জন এবং আহত হন ১৮ জন। আগস্ট মাসে দুর্ঘটনার সংখ্যা ১২টি। এতে নিহত হন ১১ জন এবং আহত হন ১৬ জন। সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার সংখ্যা ১০টি। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ৮ জন।

নড়াইল: নড়াইল জেলায় জানুয়ারি মাসে দুটি দুর্ঘটনায় নিহত হন ২ জন এবং আহত হননি কেউ। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ২টি। এতে নিহত হন ২ জন এবং আহত নেই। মার্চ মাসে একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটে। আহত হননি কেউ। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৭ জন এবং আহত হন ২৬ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৫ জন এবং আহত হন ৩ জন। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ২ জন। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা দুটি। এতে নিহত হন ১ জন এবং আহত হন ৭ জন। আগস্ট মাসে দুর্ঘটনা নেই। সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার সংখ্যা ২টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ১ জন।

মাগুরা: মাগুরা জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ১ জন এবং আহত হন ৮ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ১ জন এবং আহত হন ৪ জন। মার্চে দুর্ঘটনা ঘটে ৫টি। এতে নিহত হন ৭ জন এবং আহত হন ৮ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ৩ জন এবং আহত হন ১ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৫ জন এবং আহত হন ৪ জন। জুন মাসের একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়, কোনো আহত নেই। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা ৩টি। এতে নিহত হন ২ জন এবং আহত হন ৪ জন। আগস্ট মাসে একটি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ২ জন এবং আহত হন ১ জন। সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার সংখ্যা দুটি। এতে নিহত হন ৩ জন এবং কোনো আহত নেই।

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ১১টি। এতে নিহত হন ১৫ জন এবং আহত হন ৭ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ২ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ১১টি। এতে নিহত হন ১১ জন এবং আহত হন ৩ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ১৪টি। এতে নিহত হন ১১ জন এবং আহত হন ১৫ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৩টি। এতে নিহত হন ৩ জন এবং আহত হন ৪ জন। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ১ জন। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৫ জন এবং আহত হন ১০ জন। আগস্ট মাসে দুর্ঘটনার সংখ্যা ২টি। এতে নিহত হন ২ জন এবং কোনো আহত নেই। সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ১ জন।

কুষ্টিয়া: কুষ্টিয়াতে জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৮ টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ৭ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ১১টি। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ৪ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ১২টি। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ১৩ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ১৫টি। এতে নিহত হন ১৩ জন এবং আহত হন ৩ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ৪ জন। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ১২ টি। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ১০ জন। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা ১০টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ৯ জন। আগস্ট মাসে দুর্ঘটনার সংখ্যা ২টি। এতে নিহত হন ২ জন এবং আহত হন ২ জন। সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার সংখ্যা ৩ টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ১ জন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৫ টি। এতে নিহত হন ২ জন এবং আহত হন ৮ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ১৩টি। এতে নিহত হন ১০ জন এবং আহত হন ১২ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ১৬টি। এতে নিহত হন ১১ জন এবং আহত হন ৮ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ১০টি। এতে নিহত হন ১০ জন এবং আহত হন ৭ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৯টি। এতে নিহত হন ৮ জন এবং আহত হন ৩ জন। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ১৫টি। এতে নিহত হন ১২ জন এবং আহত হন ১৬ জন। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ২ জন। আগস্ট মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ৩ জন এবং আহত হন ২ জন। সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার সংখ্যা ৭ টি। এতে নিহত হন ৪ জন ও এবং এবং আহত হন ৬ জন।

মেহেরপুর: মেহেরপুর জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৭টি। এতে নিহত হন ৩ জন এবং আহত হন ৬ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৩ জন এবং আহত হন ৫ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ৬টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ৮ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৫ জন এবং আহত হন ৯ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ৩টি। এতে নিহত হন ২ জন এবং আহত হন ৩ জন। জুন মাসে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। জুলাই মাসে দুর্ঘটনার সংখ্যা ৩টি। এতে নিহত হন ৩ জন এবং আহত নেই। আগস্ট মাসে একটি দুর্ঘটনায় একজন নিহত হন, কোনো আহত নেই। সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার সংখ্যা ৩টি। এতে নিহত হন ২ জন এবং আহত হন ৫ জন।

সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএর নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে বিআরটির খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরিতে প্রশিক্ষণ প্রদান, জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয় বিআরটিএ থেকে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।