ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ফ্যানে ঝুলে ছিল কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্টের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
রাজাপুরে ফ্যানে ঝুলে ছিল কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্টের মরদেহ প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর মহিলা কলেজের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আশিকুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২০ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার দক্ষিণ বাগরি গ্রামের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

আশিক উপজেলা সাংগর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং আলহাজ লালমোহন হামিদ মহিলা কলেজের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। আশিক তার পরিবার নিয়ে দক্ষিণ বাগরি এলাকার আবুল বাসারের বাসায় ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান আশিক। সকাল ১০টা বাজলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সিলিং ফ্যান থেকে তার মরদেহ উদ্ধার করে।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। ময়নাতদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।