ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ধান ক্ষেতে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
বাজিতপুরে ধান ক্ষেতে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ নিবু মিয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় ধান ক্ষেতে নিবু মিয়া (৬০) নামে এক কৃষকের হাত-পা-মুখ বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত নিবু মিয়া (৬০) ওই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।  

জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান নিবু মিয়া। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে কিছুটা দূরে ধান ক্ষেতে হাত-পা, মুখ বাঁধা ও গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় জানান স্থানীয়রা।

এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার দাবি জানিয়েছেন নিহত নিবু মিয়ার ছেলে ফরিদ উদ্দিনসহ পরিবারের লোকজন, স্বজন ও স্থানীয়রা।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বাংলানিউজকে
বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।