ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর ডিসির অপসারণ দাবি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
ফেনীর ডিসির অপসারণ দাবি শিক্ষার্থীদের

ফেনী: ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট ফেনীতে গণহত্যার অন্যতম সহযোগী ও নানা অপকর্মের সঙ্গে জড়িত ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন ফেনীর সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে শিক্ষার্থীরা ডিসি শাহীনা আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো-

১. ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের পদত্যাগ ও অপসারণ।  

২. আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগে সরকারের  উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মকর্তা যারা অন্যায়, অত্যাচার  দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং  ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দালালি করেছে তাদের দ্রুত অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।  

৩. আওয়ামী লীগকে যারা পুর্নবাসনের চেষ্টা করছে তাদের অচিরেই বিচারের আওতায় নিয়ে আসতে হব।

৪. অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আনতে  হবে।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় এ ডিসি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুনিদের সহায়তা করছে। ৪ আগস্টের ঘটনাও তিনি ছিলেন নীরব ভূমিকায়। ২৪'র বন্যার সময়ও এ ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এ অযোগ্য আওয়ামী দলকানা ডিসির দ্রুত অপসারণ চান শিক্ষার্থীরা।  

বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন,রেজোয়ানুর রহমান, নাঈম ফরায়েজী, রফিকুল ইসলাম রাতুল, রিদওয়ানুল ইসলাম ও আব্দুল্লাহ ওমায়ের অন্তু।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।