ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১ কোটি ২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
ফেনীতে ১ কোটি ২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ফেনী: ফেনীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন।  

শুক্রবার ও শনিবার ( ১৮ ও ১৯ অক্টোবর) ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবি।

 

জব্দ হওয়া পণ্যের মধ্যে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, কাশ্মিরি শাল এবং মদ রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিজিবি -৪ ফেনী ব্যাটেলিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

বিজিবির সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ছাগলনাইয়া, মধুগ্রাম, চম্পকনগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া এবং জয়ন্তীনগর বিওপির বিজিবি সদস্যরা রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ছাগলনাইয়া উপজেলার লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘড়িয়া এবং পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনী নামক সীমান্তবর্তী স্থান হতে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, কাশ্মিরী শাল এবং মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

বিজিবি ফেনী ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অপরাধীরা মালামাল রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস ও মাদকদ্রব্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।