ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

কিশোরগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গোসলে নেমে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে টাঙ্গুয়ার হাওরের ঘটনাস্থলের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জীবন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের মোক্তার বাড়ির মো. সরফ উদ্দিনের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসির কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ সদস্যের একটি দল টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। শুক্রবার দুপুর ১২টার দিকে হাউজবোটে তারা হাওরে ঘুরে ওয়াচ-টাওয়ারে যাত্রাবিরতি করেন। সেখানে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবনসহ আরও অনেকেই গোসলের জন্য পানিতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে পানিতে ডুবে জীবন নিখোঁজ হন। পরে খবর পেয়ে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে জীবনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এদিকে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান ওরফে জীবনের মৃত্যুর ঘটনাটি পরিবারের কাছে জানানো হয়। নিহত জীবনের ভাই মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।