ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনৈতিক কাজ করতে গিয়ে গণপিটুনি, ক্ষমা চেয়ে পার পেলেন যুবলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
অনৈতিক কাজ করতে গিয়ে গণপিটুনি, ক্ষমা চেয়ে পার পেলেন যুবলীগ নেতা যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমন

জামালপুর: জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক কাজ করার সময় মো. আরিফুল ইসলাম সুমন নামের এক যুবলীগ নেতাকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় তাকে আটক করে স্থানীয়রা।

যুবলীগ নেতা আটকের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে স্থানীয়দের কাছে ক্ষমা চাইতেও দেখা গেছে।

মো. আরিফুল ইসলাম সুমন আদ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় এক গৃহবধূর সঙ্গে ইউপি সদস্য আরিফুল ইসলাম সুমনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে সুমন সেই গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এসময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়।

এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমনের মোবাইলফোন নম্বরে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, এখনো এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪ 
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।