ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে আন্দোলনে নিহত ৫ শহীদ পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
পঞ্চগড়ে আন্দোলনে নিহত ৫ শহীদ পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা 

পঞ্চগড়: জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে নিহত পঞ্চগড়ের পাঁচ শহীদ পরিবারে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে এক মতবিনিময় সভায় আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হালিম বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। সেসময় শেখ মুজিবুরের মৃত্যুর পরে তার দলের পক্ষ থেকে কোনো মিছিল বের করতে পারেনি তারা। এটা প্রমাণিত সত্য কথা। ২১ বছর পরে মনে আছে কিনা, মাথার মধ্যে কাপড় বেঁধে মুনাজাত করে ক্ষমা চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, আমাদের টাকায় কেনা গুলিতে আমাদের হত্যা করা হয়েছে। অনেক শিশুও আহত হয়েছে, মারাও গেছে। আমরা সবার রুহের মাগফেরাত কামনা করছি। যারা নিহত হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে আমির আল্লামা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলাম, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, বৈষম্যবিরোধী আন্দোলনের পঞ্চগড়ের সমন্বায়ক ফজলে রাব্বী, শহীদ সাজুর বাবা আজহার আলী, নিখোঁজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।