ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরের পদ্মা নদী থেকে ৬০ হাজার মিটার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
শিবচরের পদ্মা নদী থেকে ৬০ হাজার মিটার জাল জব্দ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল জব্দ করেছে প্রশাসন। এসময় ৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

এছাড়াও জেলেদের জালে আটকে পড়া একটি মৃত শুশুক উদ্ধার করা হয়।  

রোববার (১৩ অক্টোবর) ভোর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশ।  

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া মা ইলিশ উদ্ধার করা হয় ৮ কেজি। এর আগের দিন রাতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, সোমবারের অভিযান এখনো চলমান রয়েছে। রোববার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।