ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীর টাকা নিয়ে উধাও স্ত্রী, সন্ধান চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
প্রবাসীর টাকা নিয়ে উধাও স্ত্রী, সন্ধান চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করছেন প্রবাসী জাকিরুল

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গুজা মানিকা গ্রামের বাসিন্দা মো. জাকিরুল। জীবিকা ও ভাগ্য পরিবর্তনের আশায় দীর্ঘ ২০ বছর সৌদি আরবে থাকার পর দেশে আসেন তিনি।

এসেই পাশের গ্রামের মনেকা আক্তার নামের এক নারীকে বিয়ে করেন। তবে সেই বিয়ের তিন মাস যেতে না যেতেই টাকা ও স্বর্ণ নিয়ে উধাও হন স্ত্রী মনেকা আক্তার। সেই স্ত্রীর সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন ভুক্তভোগী স্বামী।  

রোববার (১৩ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব জামালপুরে এক সংবাদ সম্মেলনে স্ত্রীর সন্ধান চেয়ে একথা জানান ভুক্তভোগী জাকিরুল।  

জাকিরুল জানান, গত ০৫ জুন দেশে ফিরে দেড় মাস পরে মেলান্দহ গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে মনেকা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল কিন্তু স্ত্রীর বড় বোন নূরেজা এবং শাশুড়ি মমতা বেগমের কু-প্ররোচনায় শপিং করতে যাওয়ার কথা বলে গত ৩০ সেপ্টেম্বর নগদ ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণ নিয়ে কৌশলে পালিয়ে যায় মনেকা আক্তার। পরে শ্বশুরবাড়িতে স্ত্রীর খোঁজ নিতে গেলে তারা পাল্টা অভিযোগ করে জাকিরুলকে প্রাণনাশের হুমকি দেয়।   

এসময় কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার শাশুড়ির প্ররোচনায় শ্বশুরবাড়ির লোকজন আমার স্ত্রী মনেকাকে লুকিয়ে রেখে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা করে। আমি হুমকি পাওয়ার পর মেলান্দহ থানায় একটি জিডি করি। এছাড়া আমি জানতে পেরেছি মনেকা আক্তারের এর আগেও বিয়ে হয়েছিল। সেখানেও এমন ঘটনা ঘটিয়েছে। এখন আমি আমার স্ত্রীর সন্ধান চাই। কারণ গত ২০ বছর বিদেশ থেকে যা আয় করেছি সবই নিয়ে পালিয়ে গেছে সে। এখন আমার আর কিছুই নেই।  

এ বিষয়ে থানায় একটি প্রতারণার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।