ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত 

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গাড়ির ইঞ্জিন মেরামতের সময় বাসচাপায় শাহজাহান মিয়া (২৩) নামে এক মেকানিক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত শাহজাহান মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কিশোরগঞ্জ গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি মেকানিক হিসেবে হবিগঞ্জের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, টার্মিনালটিতে দিগন্ত পরিবহনের একটি বাসের ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন শাহজাহান। এ সময় একই পরিবহনের আরেকটি বাস তাকে চাপা দেয়। শাহজাহানকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।