ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হালতিবিলে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
হালতিবিলে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু 

নাটোর: নাটোরের হালতিবিলে নৌকায় করে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল মোমিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুজন।

 

আহতের মধ্যে সেন্টুর (৫২) নামে এক ব্যক্তির জানা গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।  

নিহত আব্দুল মোমিন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নূর হোসেন মণ্ডলের ছেলে। আহত সেন্টু একই গ্রামের মৃত কাফাজ উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চত করে বাংলানিউজকে জানান, সকালে আব্দুল মোমিন ও সেন্টুসহ তিনজন হালতিবিলের নৌকায় করে বিশেষ জাল দিয়ে শামুক তুলছিলেন। এসময় বৃষ্টিসহ বজ্রপাত হলে তারা তিনজনই আহত হন। তাদের মধ্যে আব্দুল মোমিন ও অজ্ঞাতপরিচয় অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজন তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক জানান যে আব্দুল মোমিন মারা গেছেন। তার সঙ্গীকে স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।