ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রবারণা উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপনের আহ্বান ধর্ম উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
প্রবারণা উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপনের আহ্বান ধর্ম উপদেষ্টার

ঢাকা: বৌদ্ধ ধর্মাবলম্বরীদের প্রবারণা উৎসব আনন্দমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (৯ অক্টোবর) ধর্ম উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতাদের সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে তারা সাক্ষাৎ করেন।

এ সময় উপদেষ্টা এ কথা জানান।

বৌদ্ধ ধর্মাবলম্বরী যাতে আসন্ন প্রবারণা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে বিষয়ে নেতাদের উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন। এছাড়া এ উৎসব উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহার পরিদর্শন ও ফানুস উড্ডয়নের উদ্বোধন করার জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

ধর্ম উপদেষ্টা শুভ প্রবারণা উৎসব আনন্দমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির, উপ-অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাস্থবির ও ভদন্ত সুনন্দ মহাস্থবির এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসকে/এএটি   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।