ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি সুজিত দাশ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, সনাতন সমাজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি নির্মল কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার মজুমদার ও নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব।

বিভিন্ন ধর্ম বর্ণের ৫শ নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।