ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভা এলাকার উত্তর ভটিয়ারগাতী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আলী মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ওই গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান একই গ্রামের সেলুন মণ্ডলের ছেলে।

স্থানীয় মোফাজ্জেল হোসেন জানান, গ্রামের মতিয়ার মিয়ার বাড়ির পাশে লম্বা কোটা দিয়ে কড়াই গাছ থেকে খড়ি ভাঙছিলেন হাসান। এ সময় ওই কোটা মেন লাইনের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার গায়ে আগুন ধরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. নবী-নেওয়াজ জানান, হাসপাতালে আনার আগেই হাসানের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।