ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় আনিসুলের ঘনিষ্ঠ সহচরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
কসবায় আনিসুলের ঘনিষ্ঠ সহচরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেলোয়ার হোসেন নামে এক স্কুলশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের বিক্ষুদ্ধ এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে কসবা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।  

দেলোয়ার হোসেন কসবা উপজেলার পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি।

জানা গেছে, গণপিটুনির শিকার দেলোয়ার হোসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ট সহচর বলে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা আইনমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারসহ চাঁদাবাজি, নিপীড়ন নির্যাতন ও ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।  

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক কবির জানান বিক্ষুদ্ধ জনতা শিক্ষক দেলোয়ার হোসেনকে গণপিটুনির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।