ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

নজিবুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বাংলানিউজকে বলেন, নিয়ম অনুযায়ী সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

নজিবুর রহমান ২০১৫ সালে এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান৷ ২০১৭ সালে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব করা হয়।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।