ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে তিনজন অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে তিনজন অস্ত্রসহ আটক চাঁদাবাজির অভিযোগেঅস্ত্রসহ আটক তিনজন

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান উত্তরপাড়ার রেজাউল ইসলাম খোকন (৪৫), মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।

কাটিয়া সরকারপাড়ার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, আটক ব্যক্তিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ধরে স্থানীয় সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকি টাকা না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে চাঁদার টাকা ও একটি ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।