ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
দিনাজপুরে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক জহুরুল হক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান বাঙ্গু (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় জহুরুল হক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (৫ অক্টোবর) জহুরুল হককে আদালতে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে জেলার ফুলবাড়ী পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার জহুরুল হক সদর উপজেলার ৫ নম্বর শশড়া ইউনিয়নের ভবাইনগর স্কুলপাড়ার বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে।  

হত্যার শিকার তৌহিদুর রহমান বাঙ্গু সদর উপজেলার কাউগাঁও হাটখোলা এলাকার মেহেরাব হোসেনের ছেলে।  

উল্লেখ্য, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে হোটেলে কাজ করা অবস্থায় পাশের পাড়ার জাহাঙ্গীর হোসেনের জামাতা জহুরুল ইসলাম তৌহিদুর রহমান বাঙ্গুকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন। পরে সেখান থেকে মালিবাসা আমবাগানে নিয়ে তাকে আরেক দফা মারধর করা হয়। এর মধ্যে ঘটনাস্থলে আরও দুজন এসে তাকে মারধর করতে করতে রেললাইনের ধারে নিয়ে যান। সেখানেও তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে বাসায় নেওয়া হলে কিছুক্ষণ পরেই মারা যান তৌহিদুর।  

এ ঘটনায় শুক্রবার রাতেই তৌহিদুরের মামাতো ভাই শাহিনুর ইসলাম বাদী হয়ে জহুরুল হকসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।  

জহুরুল হককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।