ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশের সময় মাধবপুরে দম্পতিসহ গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
ভারতে অনুপ্রবেশের সময় মাধবপুরে দম্পতিসহ গ্রেপ্তার ৫

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রীসহ পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

শনিবার (৫ অক্টোবর) বিকেলে মাধবপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে সোপর্দ করে।

সেখান থেকে কারাগারে পাঠানো হয়।  

গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনা কান্ত দাস (৬০), মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০), দীপেশ দাসের স্ত্রী সতী দাস (২৭), সুনামগঞ্জের শাল্লা উপজেলার মেঘনাপাড়ার মৃত নির্মল দাসের ছেলে অমল দাস (৩৫) ও অমল দাসের স্ত্রী গীতা রাণী দাস (৩০)।

সরাইল বিজিবি ক্যাম্পের আওতায় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির কর্মকর্তা ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাতে মাধবপুরের ধর্মঘর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে মাধবপুর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন বাংলানিউজকে জানান, পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।