ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হিযবুত তাহরীর মিডিয়া সমন্বয়ক ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
হিযবুত তাহরীর মিডিয়া সমন্বয়ক ৩ দিনের রিমান্ডে ইমতিয়াজ সেলিম

ঢাকা: শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমের (৪২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শুক্রবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এ আদেশ দেন।

 

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর ভাটারা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিট তাকে গ্রেপ্তার করে।  

সেলিমকে গ্রেপ্তারের পর দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

** হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী আটক 

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
কেআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।