ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে অস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
গাংনীতে অস্ত্রসহ আটক ১ র‌্যাবের হাতে আটক রাশেদুল ইসলাম

মেহেরপুর: মেহেরপুরে অস্ত্র ও ধারালো হাসুয়াসহ রাশেদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্প এ তথ্য জানায়।

 

আটক রাশেদুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে গাংনীর জুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে রাশেদুলকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। পূর্ব শত্রুতার কারণে এদিন রাশেদুল একই গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসতবাড়ির রান্না ঘরে একটি দেশীয় তৈরি শাটারগান ও একটি হাসুয়া রেখে র‌্যাবকে খবর দেন। অভিযানের সময় রাশিদুলের কথা-বার্তা সন্দেহ হলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি আব্দুল আলীমকে ফাঁসানোর কথা স্বীকার করেন। আটক রাশেদুলকে আলামতসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।