ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকায় বাসের চাপায় আতোয়ার হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতোয়ার হোসেন সদর উপজেলার জাগীর ইউনিয়নের গুজুরী এলাকার বাসিন্দা।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আহ-আলম বলেন, পথচারী আতোয়ার কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।