ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন কাঞ্চনপুর এলাকার দিশু দাস (৫৯) ও একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে রবীন্দ্র চন্দ্র দাস (৩৭)।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলামিনুল হক জানান, দিশু ও রবীন্দ্র ভোরে বৃষ্টির মধ্যে তিতাস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।