ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম 

লক্ষ্মীপুর: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা সচেতন নাগরিক কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন বক্তারা।

সচেতন নাগরিক কমিটি জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনের চারজন শিক্ষার্থী মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০০ ছাত্রজনতা। ঘটনার প্রায় ২ মাস পার হতে যাচ্ছে, কিন্তু ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই সালাহ উদ্দিন টিপুসহ খুনিরা এখনও গ্রেপ্তার হয়নি।  

আগামী সাত দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এতে ৪ আগস্টে গুলিতে আহত ও আন্দোলনের সমন্বায়করা বক্তব্য দেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- আহমেদ ইসমাইল বন্ধন, ফরিদ উদ্দিন, সার্জেন্ট সাইফুল ইসলাম, আব্দুর রহিম আসাদ, সরোয়ার হোসেন, মেহেদী হাসান আয়ান, এমএ আরিফ, আব্দুল হামিদ ফারাবি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।