ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন, আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন, আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মহাখালীতে হত্যা মামলায় অভিযুক্ত মো. রুবেল ওরফে ফাডা রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাখালী সাততলা আদর্শনগরের বাসিন্দা মধু ভান্ডারীকে আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল। এ ঘটনায় ওই দিনই বনানী থানায় একটি হত্যা মামলা হয়। হত্যাকাণ্ডের পর শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় আত্মগোপনে ছিলেন রুবেল। হত্যা মামলার অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালায় বনানী থানা পুলিশ। এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।