ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধান চন্দ্র (২৮) ও তার স্ত্রী কমলি রানীর (২৬) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রসুলপুর ইউনিয়নের খোলা মণ্ডলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিধান। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে যান স্ত্রী কমলি। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাদের উদ্ধারের আগেই প্রাণ হারান তারা।  

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ- পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, খবর পেয়ে থানার পরিদর্শকসহ (তদন্ত) একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।