ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, সেপ্টেম্বর ২৪, ২০২৪
হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক সংগৃহীত ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাবনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ওয়াহিদ বামকান্দি গ্রামের ইছাক উল্যার ছেলে। আহতদের মধ্যে প্রায় ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, বামকান্দি গ্রামে মোশাজিদ মিয়া ও আরজু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওয়াহিদ মিয়া নিহত হন। আহত হন অন্তত অর্ধশতাধিক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।