ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদী কারাগার থেকে লুণ্ঠিত ৫৮২ রাউন্ড গুলি পুলিশে হস্তান্তর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
নরসিংদী কারাগার থেকে লুণ্ঠিত ৫৮২ রাউন্ড গুলি পুলিশে হস্তান্তর 

নরসিংদী: নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া গুলি হস্তান্তর করে সেনাবাহিনী।  

বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে এসব গুলি হস্তান্তর করেন।  

এসময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামে পরিত্যক্ত ডোবা এলাকায় কিছু অ্যামুনেশন রয়েছে। যেখানে রাতের বেলা লোকজনের আনাগোনাও লক্ষ্য করা যায়। পরে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি দল ডোবার বিভিন্ন স্থানে আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে ডোবার অভ্যন্তরে পানির ভেতর লুকিয়ে রাখা মোট ৫৮২ রাউন্ড ৭.৬২০৩৯ মি.মি. বল অ্যামুনেশন (লট নম্বর ১৭/২০১৮, বিওএফ ২৮-০৮-২০১৮, বক্স নম্বর ৮৯) একটি ভাঙা অ্যামুনেশন বক্সসহ উদ্ধার করতে সক্ষম হয়। যা, নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠনকৃত অ্যামুনেশন বলে ধারণা করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল হুমায়ুন, ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।