ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে শত্রুতার জেরে ৩০ বাড়িঘর ভাঙচুর, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
মাদারীপুরে শত্রুতার জেরে ৩০ বাড়িঘর ভাঙচুর, আহত ৫

মাদারীপুর: মাদারীপুরে শত্রুতার জেরে হামলা চালিয়ে ৩০টি ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাক্ষ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার চর ব্রাহ্মনদী গ্রামের বিএনপি কর্মী কাওসার সরদারের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী তৈয়ব হাওলাদারের স্থানীয়ভাবে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে তৈয়ব হাওলাদারের নেতৃত্বে কাওসার সরদারের বসতঘরসহ তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

এ সময় ২০টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাঁধা দিতে এলে হামলায় আহত হয়েছেন পাঁচজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হামলা ও আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।