ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তিন অতিরিক্ত আইজিপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
তিন অতিরিক্ত আইজিপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ঢাকা: পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার তিনজন কর্মকর্তা, পুলিশ সুপার পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজনসহ মোট সাতজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসজেএ/এসএএইচ         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।