ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
না.গঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় আল জুবায়ের স্বপ্নীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, রায় ঘোষণা হয়েছে। মামলায় একমাত্র আসামি ছিলেন স্বপ্নীল। তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে ২০২২ সালের ১ মার্চ শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় ফ্ল্যাটে ডাকাতি করতে যান জোবায়ের। সেখানে মা রুমা চক্রবর্তী (৪৬) ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে আসামিকে গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করে পুলিশ

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।