ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে এ ঘটনা ঘটে।

 

বজ্রপাতে মারা যাওয়া দ্বীন ইসলাম ওই গ্রামের গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে।

দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কালাম হোসেন বলেন, বাড়ির সামনে চারা জমিতে রোদে দেওয়া লাকড়ি শুকাতে দিয়েছিলেন দ্বীন ইসলাম। আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে শুকনো লাকড়িগুলো তুলতে গেলে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আমরা প্রতিবেদন ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাব। নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।