ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বায়তুল মোকাররমে ভাঙচুর: আইনি ব্যবস্থা নেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
বায়তুল মোকাররমে ভাঙচুর: আইনি ব্যবস্থা নেবে সরকার বায়তুল মোকাররম মসজিদের ভেতরে দুপক্ষের হাতাহাতি। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বায়তুল মোকাররম মসজিদে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অন্তবর্তীকালীন সরকার।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও  ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে অন্তবর্তীকালীন সরকার বদ্ধপরিকর।

** বায়তুল মোকাররমে ফিরে এলেন আগের খতিব, দুপক্ষের হাতাহাতি

** বায়তুল মোকাররমে সংঘর্ষে আহত ৬, চিকিৎসা নিলেন ঢামেকে

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।