ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাণীশংকৈলে মাইক্রোবাস উল্টে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
রাণীশংকৈলে মাইক্রোবাস উল্টে নিহত ১, আহত ৩

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাইক্রোবাস উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রানীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কে নেকমরদ ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন রাণীশংকৈল  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নাছিম ইকবাল।

নিহত রাইসুল ইসলাম দিনাজপুরের সোহেল রানার ছেলে। আহতরা হলেন- দিনাজপুরের মহিবুল আলমের ছেলে রাকিউল ইসলাম (১৭), রাজশাহী সদর উপজেলার সাইফুল ইসলামের ছেলে জুনাইদুল ইসলাম (১৬) ও ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার আবির হোসেনের মেয়ে আসকা খাতুন (১৮)।

মাইক্রোবাসের চালকের বরাত দিয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ডিউটি অফিসার সুমন জানান, দিনাজপুর থেকে রানীশংকৈল হয়ে পঞ্চগড়ে চা বাগান দেখার উদ্দেশ্যে মাইক্রোবাসটি দুপুর আড়াইটার দিকে নেকমরদ এলাকায় পৌঁছালে অপর দিকে থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় মাইক্রোবাসে থাকা রাইসুল ইসলাম নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। এতে আহত হন তিনজন। পরে আহতদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া নিহতের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।