ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, পিকআপভ্যানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বগুড়ায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, পিকআপভ্যানে আগুন পুড়ে যাওয়া গরু চুরিতে ব্যবহৃত পিকআপভান

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে আছির আলী প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আছির আলী প্রামাণিক বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত ফজল প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শুবলী এলাকায় গরু, ভুট্টাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা বেড়ে গেছে। এমনকি গত তিনদিন আগেও শালফা গ্রামের মকবুল হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়া আগের দিন চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোরের দল পালিয়েছে। তাই চুরি রোধে এলাকায় রাত জেগে পাহারা বসানো হয়েছে।

এদিকে আজ ভোর রাতে শুবলী দক্ষিণপাড়ার বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে একটি গাভি চুরি করে একদল চোর। তারা গরুটি নিয়ে ধানক্ষেতের ভেতর দিয়ে ইটভাটা সংলগ্ন সড়কে নিয়ে পিকআপভ্যানে তুলছিল। এ সময় পাহারায় থাকা গ্রামবাসী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

পরে তাদের চিৎকারে আশপাশের গ্রামের লোকজন বেরিয়ে গরু চোরদের ধাওয়া করে। একপর্যায়ে চুরি করতে আসা চারজনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও আছির আলী প্রামাণিক নামের একজনকে আটক করতে সক্ষম হয়। এরপর তাকে স্থানীয় শুবলী উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসী আছিরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উদ্ধার হওয়া গরুর মালিক মিজানুর রহমান বলেন, গরুসহ এলাকাবাসী চোর ধরেছে। খবর শুনে আমি গোয়াল ঘরে গিয়ে দেখি তালা ভাঙা, আমার গরু নেই। পরে শুবলী মধ্যপাড়া গিয়ে দেখি চোরদের কাছে থাকা উদ্ধার হওয়া গরুটি আমার। এরপর গরুটি বাড়িতে নিয়ে আসি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে গণপিটুনিতে আসিফ আলী প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।