ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের ৩ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের ৩ জনের মৃত্যু 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার শুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- শুড়াপাড়া গ্রামের মো. আঙ্গার আলী (৫৫), হাসিনা খাতুন (৬৫) ও  রেশমা বেগম (৪৫)।

স্থানীয়রা জানান, শুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী সকালে বাড়ির বাইরে যান। এরপর অনেকক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান যে তিনি বাড়ির পেছনের একটি বাগানে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এ অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গেলে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ঘটনাস্থলেই আঙ্গার আলীর মৃত্যু হয়।

পরে গ্রামবাসী ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তাদেরও মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।