ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি মৌলভীবাজারে গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি মৌলভীবাজারে গ্রেপ্তার র‌্যাবের হাতে গ্রেপ্তার ইদ্রিস মিয়া। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মৌলভীবাজার সদর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেট র‌্যাবের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামির নাম ইদ্রিস মিয়া। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে তিনি।

র‌্যাব কর্মকর্তা মশিহুর রহমান সোহেল জানান, শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে আসামি ইদ্রিসকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট সকাল পৌনে ৯ টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ইদ্রিস মিয়াসহ কয়েকজন কারাবন্দি বিশৃঙ্খলা সৃষ্টি করে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
বিবিবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।