ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারের ৭ উপজেলার ওসিকে একযোগে বদলি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
মৌলভীবাজারের ৭ উপজেলার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজার: মৌলভীবাজারে ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

থানাগুলো হলো- মৌলভীবাজার সদর, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া এবং বড়লেখা।

প্রজ্ঞাপনে বলা হয়, মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলামকে নৌপুলিশ, রাজনগর থানার ওসি মো. আব্দুছ ছালেক ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আলী মাহমুদকে সিআইডি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়কে টুরিস্ট পুলিশে, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে পিবিআইয়ে এবং জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান ও বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
বিবিবি/এসএএইচ                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।