ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজের অগ্রগতি ৩৯ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজের অগ্রগতি ৩৯ শতাংশ

ঢাকা: মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ ৩৯ শতাংশ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় জানানো হয়, ৩১ আগস্ট পর্যন্ত এ অংশের পূর্ত কাজের সার্বিক অগ্রগতি ৩৯ দশমিক ০৫ শতাংশ।

২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ অংশের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে নতুন ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পরামর্শ দেন।

মতিঝিলের শাপলা চত্বর হয়ে দক্ষিণ কমলাপুর দিয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার অংশের নির্মাণকাজ চলছে।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।