ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ব্রিজের সঙ্গে বালুর ট্রলারের ধাক্কা, চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
নাজিরপুরে ব্রিজের সঙ্গে বালুর ট্রলারের ধাক্কা, চালকের মৃত্যু প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের সঙ্গে বালুর ট্রলারের ধাক্কা লেগে মো. মিলন হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত হয়েছে। মিলন ট্রলারটির চালক ছিলেন।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন বলেশ্বর নদের ব্রিজে। নিহত মিলন হাওলাদার জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানান, ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে ওই বালুর ট্রলারটি স্থানীয় কালিগঞ্জের একটি নির্মাণাধীন ব্রিজের জন্য বালু দিয়ে ফেরার পথে মরা বলেশ্বর নদরে ওপর স্থাপিত ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারের চালক মিলন ওই ব্রিজের সঙ্গে মাথায় ধাক্কা লেগে নিচে পাড়ে যান। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জুলাহাস উদ্দিন সান্টু বিষয়টি নিশ্চিত করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।