ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

একদিন পার হলেও সন্ধান মেলেনি কাচালং নদীতে নিখোঁজ কিশোরীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
একদিন পার হলেও সন্ধান মেলেনি কাচালং নদীতে নিখোঁজ কিশোরীর 

রাঙামাটি: একদিন পার হলেও সন্ধান মেলেনি কাচালং নদীতে নিখোঁজ কিশোরীর।  ওই কিশোরী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার পূর্ণচান কর্মকারের মেয়ে প্রিয়ন্তী কর্মকার (১৪) এবং বিটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

 

শুক্রবার (৬ আগস্ট) সকালে কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোরী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম।  

প্রত্যক্ষদর্শী বোটচালক মো. সাগর বলেন, শুক্রবার সকালে মেয়েটি নদীতে গোসল করতে নামে। কিন্তু অনেকক্ষণ পরও দেখি পানি থেকে সে আর উঠছে না। তখনই তার পরিবারের কাছে বিষয়টি জানানো হলে পরে এলাকাবাসী ও রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধার টিম পানিতে টানা তিন ঘণ্টা খোঁজাখুঁজি করে কিন্তু এরপরও তাকে উদ্ধার করা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।