ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় খুনের বদলা নিতে জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
কুমিল্লায় খুনের বদলা নিতে জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা

কুমিল্লা: কুমিল্লায় খুনের বদলা নিতে গিয়ে মো. নাসির (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাসির ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ছয় মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়েছিলেন তিনি।  

ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্র জানায়, ২০২২ সালে পশ্চিম মাঝিগাছা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মাসুক মিয়াকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন নাসির। ওই মামলায় নাসিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ছয় মাস আগে নাসির জামিনে বের হন। এদিকে নাসিরের জামিন হয়েছে জানতে পেরে প্রতিশোধ নিতে মাসুক মিয়ার স্বজনরা নাসিরকে হত্যার জন্য ওত পেতে থাকতেন। শুক্রবার বিকেলে মাঝিগাছা এলাকায় বাড়ির পাশে একা পেয়ে মাসুকের পরিবারের পাঁচ সদস্য নাসিরকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যান নাসির। এ সময় মাসুকের স্বজনেরা নাসিরকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ রেখে পালিয়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।