ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রংপুরে ভূকম্পন অনুভূত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, সেপ্টেম্বর ৬, ২০২৪
রংপুরে ভূকম্পন অনুভূত

রংপুর: রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূমিকম্পম অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে মাটির ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস)। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ১।  

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে মাটির অগভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিত ১। ভূমিকম্পে রংপুরে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।  

স্থানীয়রা জানিয়েছেন, মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। অনেকে সেভাবে টেরও পায়নি।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।