ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পটলক্ষেতে মিলল ব‍্যবসায়ীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
নওগাঁয় পটলক্ষেতে মিলল ব‍্যবসায়ীর মরদেহ 

নওগাঁ: নওগাঁর বদলগাছি উপজেলার খলসি গ্রামে পটলক্ষেত থেকে ফয়জুল (৫০) নামে এক গুড় ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফয়জুল বদলগাছি উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের বাসিন্দা।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়জুল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রাতে খসলি মোড়ে চা খেয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। অনেক খুঁজেও রাতে তার সন্ধান পায়নি পরিবার। পরে সকালে স্থানীয় কয়েকজন কৃষক গ্রামের পটলক্ষেতে কাজ করতে গিয়ে ফয়জুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।