ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে কুয়েত।

পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রকৌশলী নিতে চায় দেশটি।  

কুয়েতের রাষ্ট্রদূত জানান, কুয়েত ও উপসাগরীয় অঞ্চলে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে। কুয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও নিয়োজিত আছেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ।  

তিনি দুই দশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে সহায়তা বৃদ্ধির কথা বলেন। দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

এছাড়াও সাক্ষাৎ অনুষ্ঠানে অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।