ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে দেনা পাওনা নিয়ে সংঘর্ষ, এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
বাহুবলে দেনা পাওনা নিয়ে সংঘর্ষ, এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে দোকানে দেনা পাওনা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আমির হোসেন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেনের মৃত্যু হয়।

আগের রাতে বাহুবল উপজেলায় সদর ইউনিয়নের রাজাপুর-কাইতগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মৃত আমির হোসেন ওই গ্রামেরই বাসিন্দা। আহতরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রাজাপুর-কাইতগাঁও গ্রামে তোফাজ্জল মিয়ার কাছে দোকানি জলিল মিয়ার টাকা পাওনা ছিল। রাতে এনিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। পরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষস্থল থেকে গুরুতর অবস্থায় তোফাজ্জল পক্ষের আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আরও খারাপ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু মোকসেদ বলেন, আমির হোসেন সংঘর্ষে আহত হয়ে, নাকি অসুস্থতার কারণে মারা গেছেন, তা পুলিশ তদন্ত করছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।