ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আরব আমিরাতের রাষ্ট্রীয় ক্ষমা পেলেন সেই ৫৭ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
আরব আমিরাতের রাষ্ট্রীয় ক্ষমা পেলেন সেই ৫৭ বাংলাদেশি

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দেশটির ফেডারেল আদালতে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এসব বাংলাদেশিদের ক্ষমা করেন।

শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাজা মওকুফের এ কথা জানান।

ছাত্র আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বড় ধরনের বিক্ষোভ মিছিল করেন প্রবাসী এসব বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে অননুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ।

বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত। ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ওই বাংলাদেশিদের মুক্তির জন্য তৎপরতা শুরু করে।

 

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
টিআর/এমইউএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।