ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত চাঁদা দিতে না পারায় কাপ্তাইয়ে মাছ আহরণে বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
অতিরিক্ত চাঁদা দিতে না পারায় কাপ্তাইয়ে মাছ আহরণে বাধা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হ্রদে জেলেদের মাছ ধরায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের ওপর ।

রোববার (০১ সেপ্টেম্বর) সকালে কাপ্তাইয়ে উপজেলা মৎস্য করপোরেশন ঘাটে কোনো মাছের নৌকা ভেড়েনি।

অতিরিক্ত চাঁদা আদায় করতে পেরে পিসিজেএসএস সদস্যরা মাছ ধরতে নিষেধ করেছেন বলে অভিযোগ মৎস্য ব্যবসায়ীদের।  

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন মৎস্য ব্যবসায়ী বলছেন, প্রতি বছর সন্ত্রাসীদের চাঁদা দিয়ে হ্রদ থেকে মাছ আহরণ করতে হয়। এ বছর অতিরিক্ত চাঁদা দাবি করায় তা দেওয়া সম্ভব হয়নি। এতে জেলেদের মাছ ধরতে দিচ্ছে না অস্ত্রধারী সন্ত্রাসীরা।

কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশনের উপ-কেন্দ্র প্রধান জসিম উদ্দিন বলেন, রোববার সকাল থেকে ঘাটে কোনো মাছের নৌকা অবতরণ করেনি। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানা নেই।

৩১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।